পেনশন বীমা (মুনাফাবিহীন)

পেনশন বীমা (মুনাফাবিহীন)

টেনশন বিহীন অবসর

পরিচিতি:

অবসর/বার্ধক্যকালীন জীবনের নিরাপত্তা প্রদানে কার্যকর ভুমিকা পালন করে ।
বীমা অংক
সর্বনিম্ন ৩০,০০০ টাকা
প্রিমিয়াম
সর্বনিম্ন  ১,৭২৮ টাকা (বার্ষিক)
মেয়াদকাল
সর্বনিম্ন  ৫  বছর
প্রবেশকালীন বয়স
৫৫ বছর (সর্বোচ্চ)
মেয়াদপূর্তিকালীন বয়স
৬০ বছর (সর্বোচ্চ)
পরিশোধ পদ্ধতি
ত্রৈমাসিক, ষান্মাসিক, বার্ষিক

সুবিধাসমূহ:

মেয়াদপূর্তিকালীন
  • ১০ বছরের গ্যারান্টি পনেশন তবে ১০ বছর পেনশন নেওয়ার পরও যতদিন বেঁচে থাকবেন ততদিন পেনশন ভোগ করতে পারবেন ।
অথবা,
  • বীমার মেয়াদ শেষ হওয়ার ৩ মাসের মধ্যে নগদ ৫০% এককালীন গ্রহণ করতে পারবেন এবং অবশিষ্ট ৫০% জীবদ্দশায় ১০ বছর বা যতদিন বেঁচে থাকবেন এর সুবিধা ভোগ করতে পারবেন ।
মৃত্যু দাবী
  • বীমার মেয়াদের মধ্যে বীমা গ্রহীতার মৃত্যুতে বার্ষিক পেনশনের দশগুণ বীমা অংক ওয়ারিশগণ এর পক্ষে মনোনীতক (গণ) কে প্রদান করা হয় ।
  • পেনশন শুরুর ১০ বছরের মধ্যে পেনশন গ্রহীতার মৃত্যুতে ১০ বছরের অবশিষ্ট মেয়াদের জন্য তার ওয়ারিশগণের পক্ষে মনোনীতক(গণ) কে পেনশন সুবিধা প্রদান করা হয় ।
আয়কর
  • ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিলের সময় জমাকৃত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায় ।
  • মৃত্যু দাবী আয়করমুক্ত ।

No comments:

Post a Comment