হজ্জ্ব বীমা (মুনাফাসহ)
পরিচিতি:
ইসলামের পাচঁটি মূল স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে পবিত্র হজ্ব। মহান আল্লাহ পবিত্র কুআনে হজ্ব পালনের নির্দেশ দিয়েছেন। স¦াধীন, সুস্থ, বয়ঃপ্রাপ্ত ও হজ্বে যাওয়া আসার সমুদয় খরচ ও এ সময়ে পরিবার পরিজনের ভরণ পোষণের সামর্থ যার রয়েছে তার জন্য হজ্ব পালন করা ফরজ করা হয়েছে।
Hajj Policy |
এ ব্যাপারে আল্লাহর নির্দেশ, “মানুষেরউপর আল্লাহর পক্ষ থেকে এ দায়িত্ব দেয়া হয়েছে যে, যারা এ ঘরে পৌঁছর সামর্থ্যবান হবে তারা যেন এই ঘরে হজ্ব আদায় করে।”
আল-কুরআনঃ-
সুরাঃ- আল-ইমরান।
আয়াতঃ -৯৭
পবিত্র হজ্ব পালনের আর্থিক সামর্থ্যরে নিশ্চয়তা বিধানে সহযোগীতা দানের জন্য ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড আপনার সেবায় দিচ্ছে “হজ্ব বীমা পলিসি”। এ পলিসি সঞ্চয়ের একটি মাধ্যম যা পবিত্র হজ্ব, ওমরাহ্ পালন ছাড়াও আপনার জন্য যে কোন প্রয়োজন পূরণে অর্থের যোগান দিতে পারে। আপনার চাহিদা ও লক্ষ্যকে সামনে রেখে বেছে নিতে পারেন যে কোন মেয়াদের একটি পলিসি।
অন্যতম ফরজ ইবাদত পবিত্র হজ্জ এবং ওমরাহ পালনের সুযোগ প্রসারিত করে ।
বীমা অংক | সর্বনিম্ন ১,০০,০০০ টাকা |
প্রিমিয়াম | সর্বনিম্ন ৬,১২০ টাকা (বার্ষিক) |
মেয়াদকাল | ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ২০ বছর |
প্রবেশকালীন বয়স | ৫৫ বছর (সর্বোচ্চ) |
মেয়াদপূর্তিকালীন বয়স | ৫৫ বছর (সর্বোচ্চ) |
পরিশোধ পদ্ধতি | ত্রৈমাসিক, ষান্মাসিক, বার্ষিক |
সুবিধাসমূহ:
মেয়াদপূর্তিকালীন | বীমার মেয়াদপূর্তি পর্যন্ত বীমা গ্রহীতা বেঁচে থাকলে বীমা অংক অর্জিত বোনাসসহ বীমা গ্রহীতাকে প্রদান করা হয় । |
মৃত্যু দাবী | মৃত্যু দাবী বীমার মেয়াদের মধ্যে বীমা গ্রহীতা মৃত্যু বরণ করলে বীমা অংক অর্জিত বোনাসসহ মনোনীতক (গণ) কে প্রদান করা হয় । |
বিনিয়োগ | দুই বছর প্রিমিয়াম প্রদানের পর বীমা চালু থাকলে প্রয়োজনে সমর্পণ মূল্যের সর্বোচ্চ ৯০% বিনিয়োগ সুবিধা সহজ শর্তে গ্রহণ করা যায় । |
বীমা সমর্পণ | কমপক্ষে দুই বছর প্রিমিয়াম প্রদান করার পর পলিসিটি সমর্পণ মূল্য অর্জন করে । |
আয়কর |
|
সহযোগী বীমা | মূল বীমার সাথে দুর্ঘটনাজনিত মৃত্যু বীমা এবং স্থায়ী অক্ষমতা ও দুর্ঘটনা বীমা সহযোগী বীমা হিসেবে গ্রহণ করা যায় । |
No comments:
Post a Comment