গ্রুপ বিমা পরিকল্প
গ্রুপ সাময়িক বীমা
পরিচিতি:
অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, ব্যাংক-বীমা ও
আর্থলগ্নী প্রতিষ্ঠান এবং এনজিওতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী অথবা
বেতনভুক্ত শ্রমিক বা সতিতির অর্ন্তভুক্ত স্বাধীন আয় নির্ভর পেশাজীবিদের
সঞ্চয় ও আর্থিক নিরাপত্তার বিধানে গ্ররুপ জীবন বীমা ।
এই বীমা চুক্তির আওতায় বীমা অংকের ১০০ ভাগ মৃত্যুজনিত আর্থিক ঝুঁকি বহন
করে। চুক্তির ৩ বৎসরের জন্য সংস্থার সহিত সম্পাদিত হয় যা মেয়াদোত্তরকালে
উভয় পক্ষের মাধ্যমে সমমেয়াদরে জন্য নবায়যোগ্য। এই বীমায় কর্মরত
কর্মকর্তা-কর্মচারী ন্যুনতম ১৮ বছর।
গ্রুপ মেয়াদী বীমা
পরিচিতি:
অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, ব্যাংক-বীমা ও
আর্থলগ্নী প্রতিষ্ঠান এবং এনজিওতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী অথবা
বেতনভুক্ত শ্রমিক বা সতিতির অর্ন্তভুক্ত স্বাধীন আয় নির্ভর পেশাজীবিদের
সঞ্চয় ও আর্থিক নিরাপত্তার বিধানে গ্ররুপ জীবন বীমা । এই বীমা চুক্তির
আওতায় বীমা অংকের ১০০ ভাগ মৃত্যুজনিত আর্থিক ঝুঁকি ও প্রিমিয়ামের ১০০ ভাগ
মেয়াদপূর্তি সুবিধা প্রদান করা হয়। অর্থাৎ কোন ব্যাক্তি এই প্রকল্পের আওতায়
এক লাক্ষ টাকা (লাভ বিহীন) বীমা গ্রহান করলে সে ক্ষেত্রে মেয়াদের মধ্যে
বীমা গ্রহীতা যদি মৃত্যুবরণ করেন তাহলে মনোনীতককে এক লক্ষ টাকা মরনোত্তর
বীমা দাবী হিসাবে প্রদান করা হবে। অথবা মেয়াদপুর্তিতে প্রিমিয়ামের ১০০ ভাগ
ফেরত দেয়া হবে।
উল্লেখিত গ্রুপ মেয়াদী একক মেয়াদী বীমার তুলনায় প্রিমিয়াম কিছুটা কম
দিতে হয়। কোন প্রতিষ্ঠানের কম পক্ষে ১০ জন সদস্য হলেও তাদের গ্রুপ বীমা
করানো হয়। এ বীমা প্রকল্পের আওতায় সদস্য/সদস্যাদের মেয়াদ পূর্তিতে বয়স ৫৫
থেকে ৬০ বছর পর্যন্ত হয়ে থাকে। যদি কোন সংস্থার কোন সদস্য/সদস্যা বীমা
অন্তুভুক্তির পর যদি চাকুরী ছেড়ে অন্যত্র চলে যান সেক্ষেত্রে সংস্থার
অনুমতিক্রমে সংশ্লিষ্ট সদস্য/সদস্যা এককভাবে বীমা চালু রাখতে চাইলে সে
সুবিধাও দেয়া যায়।
গ্রুপ পরিবর্তনশীল মেয়াদী বীমা
পরিচিতি:
অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, ব্যাংক-বীমা ও আর্থলগ্নী প্রতিষ্ঠান এবং এনজিওতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী অথবা বেতনভুক্ত শ্রমিক বা সতিতির অর্ন্তভুক্ত স্বাধীন আয় নির্ভর পেশাজীবিদের সঞ্চয় ও আর্থিক নিরাপত্তার বিধানে গ্ররুপ জীবন বীমা । এই বীমা চুক্তির আওতায় সাধারণত দুইভাবে সুবিধা প্রদান করা হয়। যথা-
ক) বীমা অকের ১০০ ভাগ মৃত্যু ঝুঁকি ও মেয়াদোত্তার দাবীর পরিমাণ প্রিমিয়ামের ৫০ ভাগ।
খ) বীমা অংকের ১০০ ভাগ মৃত্যু ঝুঁকি ও মেয়াদোত্তার দাবীর পরিমাণ প্রিমিয়ামের ২৫ ভাগ।
উল্লেখিত ক ও খ প্রকল্প লাভ বিহীন অর্থাৎ কোন ব্যাক্তি যদি এক লক্ষ
টাকার বীমা অংকের গ্রুপ পরির্বতশীল মেয়াদী বীমাার (লাভ বিহীন) ক ও খ
প্রকল্পের কোন একটি গ্রহন করেন সেক্ষেত্রে যদি ঐ ব্যাক্তি মৃত্যুবরন করেন
তবে বীমা অংকের ১০০ ভাগ অর্থাৎ এক লক্ষ টাকা তার মনোনীতকে প্রদান করা হবে।
তবে মেয়াদোত্তর দাবী হিসাবে নির্ধারিত মেয়াদপূর্তির পর বীমা গ্রহীতা বেঁচে
থাকলে সেক্ষেত্রে ’ক’ ও ’খ’ প্রকল্প অনুসারে প্রিমিয়ামের ৫০ ও ২৫ ভাগ টাকা
পরিশোধ করা হবে। গ্রুপ মেয়াদী বীমার ন্যায় মৃত্যুজনিত আর্থিক ঝুঁকি ১০০
ভাগ গ্রহন করার কারনে মেয়াদীর তুলনায় এর প্রিমিয়াম অর্ধেকের কিছু বেশী হয়ে
থাকে। অনুরূপ মৃত্যুজনিত আর্থিক ঝুঁকির ১০০ ভাগ ও মেয়াদপূর্তিতে বীমা
অংকের পরিমান ২৫ ভাগ এর জন্য গ্ররুপ মেয়াদী বীমার তুলনায় প্রিমিয়াম এক
চতুর্থাংশের কিছু বেশী হয়।এই বীমা অধীনে সহযোগী সুবিধা হিসাবে এর ঝুঁকি গ্রহন করা যেতে পারে। এ বীমা প্রকল্পের আওতায় সদস্য/সদস্যাদের মেয়াদ পূর্তিতে বয়স ৫৫ থেকে ৬০ বছর পর্যন্ত হয়ে থাকে। যদি কোন সংস্থার কোন সদস্য/সদস্যা বীমা অন্তুভুক্তির পর যদি চাকুরী ছেড়ে অন্যত্র চলে যান সেক্ষেত্রে সংস্থার অনুমতিক্রমে সংশ্লিষ্ট সদস্য/সদস্যা এককভাবে বীমা চালু রাখতে চাইলে সে সুবিধাও দেয়া যায়।
Generally, we provide the following Group Insurance
Benefits:
(01) Natural Death. (02) Accidental Death Benefit.
(03) Permanent Total Disability. (04) Permanent Partial Disability
(05) Hospitalization. (06) Maternity.
(07) Out-Patient Medical Benefits. (08) Dread Disease Benefits and.
(09) Endowment Benefits.
(03) Permanent Total Disability. (04) Permanent Partial Disability
(05) Hospitalization. (06) Maternity.
(07) Out-Patient Medical Benefits. (08) Dread Disease Benefits and.
(09) Endowment Benefits.
Many of
Multi-National and large local Employers have
already come under the coverage of Group
Insurance Benefits of Fareast Islami Life Insurance Company Ltd. for Group
Death & Disability and Medical
Coverage for their employees & dependents, and Credit
Life Benefits for the Loanees and Investors.
Following Employers are
in the Top List of our Corporate Clients:
APL
(Bangladesh) Pvt. Ltd.
Asia
Energy Corporation Bangladesh Pty Ltd.
Axstores Far East Ltd, Bangladesh
Banglalink Priyojon Insurance (Orascom Telecom
BD)
Bangladesh
Garments Washing Association (BEOGWIOA)
BMS
Rope Company Limited
Connell
Bros. Co. Bangladesh (Pvt.) Ltd.
Coop
Global Sourcing Ltd. (Intercoop Ltd.)
Development
Services Limited
Dhaka
Bank Limited
Dow
Chemical Bangladesh Private Limited
IDE-International Development Enterprises
Islami Commercial Insurance Company Ltd.
Islami
Insurance Bangladesh Ltd.
|
Rahimafrooz
(Bangladesh) Limited
Social
Islami Bank Limited –SIBL
Kaufland Hong Kong Limited, Bangladesh
LIDL – Q A Services Hong Kong Ltd.
MWUK
Limited (Dimensions Clothing Ltd.)
Nixon Box Industries Limited
PeopleScape Ltd.
Puma-World Cat Limited, Bangladesh
SCG Trading Co., Ltd., Dhaka Liaison Office
Stitch
Magazine Company Ltd.
Summit Alliance Port Limited –
SAPL
Takaful
Islami Insurance Ltd.
Trust
Security & Logistic Services
Voluntary
Services Overseas - VSO
|
আরো জানতে যোগাযোগ করুন..
01915-221-306
No comments:
Post a Comment