Friday, 2 February 2018

শিশু শিক্ষা ও বিবাহ মেয়াদী বীমা (মুনাফাসহ)

পরিচিতি: 

Child Policy
আজকরে শিশু আগামী দিনের ভবিষ্যত। প্রত্যেক পিতা-মাতাই তার প্রিয় সন্তানের সম্ভাবনাময় উজ্জল ভবিষ্যতের স্বপ্ন দেখেন। তারা তাদের জীবদ্দশায় সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে সুসংহত অবস্থানে নিয়ে যেতে চান। সন্তানদের সুষ্ঠভাবে গড়ে তোলার জন্য সবচেয়ে বেশী প্রয়োজন আর্থিক নিরাপত্তা। সন্তানকে শিক্ষিত ও সময়োপযোগী করে গড়ে তোলা এবং পিতা-মাতার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে দক্ষিন-পূর্ব এশিয়ার  ইসলামী জীবন বীমার প্রবর্তক ও ইসলামী শরিয়াহ্ মোতাবেক পরিচালিত প্রতিষ্ঠান ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড আপনাদের খেদমতে পেশ করছে:-
“শিশু শিক্ষা ও বিবাহ মেয়াদী বীমা পরিকল্প (মুনাফাসহ)”। আসুন আমরা জেনে নেই পরিকল্পটির কি কি সুবিধা রয়েছে:--
 

শুধুমাত্র পুরুষ ও শিক্ষিত মহিলা এই পলিসি গ্রহণ করতে পারেন এবং যে কোন একজনের (শিশু/প্রিমিয়ামদাতা) মৃত্যুতে প্রিমিয়াম প্রদান বন্ধ হয়ে যায়, কিন্তু নীতিমালা মোতাবেক সুবিধাদি পাবেন।
বীমা অংক সর্বনিম্ন ৩০,০০০টাকা
প্রিমিয়াম সর্বনিম্ন  ১,৬৮৭ টাকা (বার্ষিক)
মেয়াদকাল ১০, ১৫, ২০ বছর
প্রবেশকালীন বয়স বীমা গ্রহীতার ২০ থেকে ৫৫ বছর
শিশুঃ ৩ মাস থেকে ১৮ বছর
মেয়াদপূর্তিকালীন বয়স বীমা গ্রহীতার ৭০ বছর(সর্বোচ্চ)
পরিশোধ পদ্ধতি বার্ষিক
প্রিমিয়ামদাতা প্রিমিয়ামদাতা অবশ্যই পিতা হবে তবে পিতার অবর্তমানে শিক্ষিতা, উপার্জনক্ষম মাতা হতে পারবেন।

সুবিধাসমূহ:

মেয়াদপূর্তিকালীন বীমার মেয়াদপূর্তি পর্যন্ত প্রিমিয়ামদাতা এবং শিশু বেঁচে থাকলে শিশুকে বীমা অংক অর্জিত বোনাসসহ প্রদান করা হয় ।
প্রিমিয়ামদাতার মৃত্যুতে
  • বীমা চলাকালীন সময়ে প্রিমিয়ামদাতা মৃত্যুবরণ করলে শিশুকে পলিসির মেয়াদ শেষ হওয়ার ১(এক) বছর পূর্ব পর্যন্ত সহায়ক বৃত্তি হিসাবে প্রতি বছর মূল বীমা অংকের শতকরা ১০ ভাগ মেয়াদের শুরুতে অগ্রিম হিসাবে প্রদান করা হয়।
  • মেয়াদ শেষে অর্জিত বোনাসসহ পুরো বীমা অংক প্রদান করা হয় ।
শিশুর মৃত্যু দাবী বীমা চলাকালীন সময়ে শিশু মৃত্যুবরণ করলে প্রথম বছর মূল বীমা অংকের শতকরা ১০ ভাগ এইভাবে ৯ বছর পর্যন্ত প্রতিবছর শতকরা ১০ ভাগ বৃদ্ধি করে শতকরা ৯০ ভাগ পর্যন্ত এবং ১০ম বছর পুরো বীমা অংক প্রিমিয়ামদাতাকে প্রদান করা হয় ।
দুই জনের মৃত্যু দাবী প্রিমিয়ামদাতার মৃত্যুর পর বৃত্তি চলাকালীন সময়ে শিশুর মৃত্যু হলে বৃত্তি প্রদান বন্ধ হবে এবং মেয়াদ শেষে ওয়ারিশগণের পক্ষে মনোনীতক (গণ) কে পূর্ণ বীমা অংক বোনাসসহ প্রদান করা হয় ।
আয়কর
  • মেয়াদপূর্তিতে বীমা দাবীর টাকা থেকে মোট জমাকৃত প্রিমিয়াম বাদে অতিরিক্ত টাকার উপর ৫% উৎসে কর প্রদান করতে হয় ।
  • ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিলের সময় জমাকৃত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায় ।
  • মৃত্যু দাবী আয়করমুক্ত ।

No comments:

Post a Comment