বীমা মানুষের দুর্দিনে পাশে দাঁড়ায়, বীমা ব্যবসা মানবসেবা। এমন মন্তব্য
করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র নির্বাহী পরিচালক খলিল
আহমদ বলেন, বীমা পেশাজীবীরা মানবসেবায় নিয়োজিত।
আজ বুধবার বরিশাল অডিটোরিয়ামে পপুলার লাইফ
ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর ও সুধী সমাবেশে বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য রাখছিলেন আইডিআএ'র এই উর্ধ্বতন কর্মকর্তা। অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস।
খলিল আহমদ বলেন, বাংলাদেশের যতো উন্নয়ন
হবে, সাধারণ মানুষ বীমার প্রতি ততো আগ্রহী হয়ে উঠবে। বীমার উন্নয়ন ছাড়া
দেশের উন্নয়ন হবে না। সাধারণ মানুষের কাছে বীমার সুফল আপনাদের পৌছে দিতে
হবে।
বীমা সম্পর্কে প্রচলিত ধারণা খণ্ডন করে
তিনি বলেন, আমি বীমাকে বিশ্বাস করতে পারতাম না। আমার এক শিক্ষক আমাকে একটা
পলিসি করিয়েছিল। আমি তার প্রতি আর বিশ্বাস রাখতে পারি নাই। তাই বুঝি আল্লাহ
আমাকে বীমাখাতে দায়িত্ব দিয়েছে।
তিনি বলেন, এখন দেখছি বীমা কোম্পানি টাকা
দেয়। এখন আরো দেখছি একটি কোম্পানি আনুষ্ঠানিকভাবে টাকা দিচ্ছে। অন্যান্য
কোম্পানিগুলোকেও আনুষ্ঠানিকভাবে দাবি পরিশোধের উদ্যোগ নেয়া উচিত, মন্তব্য
করেন নিয়ন্ত্রক সংস্থার এই নির্বাহী পরিচালক।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে
অনুষ্ঠানে ৫ হাজার ১১ জন বীমা গ্রাহককে ৯ কোটি ১২ লাখ ২১ হাজার ২১১ টাকার
দাবি পরিশোধ করা হয়।
No comments:
Post a Comment