ইন্টারন্যাশনাল ডেস্ক:
চাকরি হারানো কর্মচারীদের সাময়িক আর্থিক সহায়তা দিতে বীমা চালু করছে
মালয়েশিয়া। এ লক্ষ্যে ‘এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স সিস্টেম’ বা ইআইএস নামে
একটি খসড়া বিল গত বৃহস্পতিবার পাস করেছে দেশটির সংসদ। ২০১৮ সালের ১
জানুয়ারি থেকে বীমা তহবিলে অর্থ সংগ্রহ শুরু হবে এবং বীমা সুবিধা প্রদান
করা হবে ২০১৯ সাল থেকে।
নতুন এই আইন অনুসারে, নিয়োগকর্তা এবং
কর্মচারী প্রত্যেককেই বেতনের শূন্য দশমিক ২ শতাংশ অর্থ বীমা তহবিলে প্রদান
করতে হবে। যেখান থেকে চাকরি হারানো কর্মচারীদের বীমা দাবি পরিশোধ করা হবে।
এই প্রকল্পের আওতায় থাকবে ৪ লাখ ৩০ হাজার নিয়োগকর্তা এবং ৬৬ লাখ কর্মচারী।
স্বেচ্ছায় বা বাধ্যতামূলকভাবে যেসব
কর্মচারী চাকরি হারাবেন অথবা কোম্পানির ব্যয় সঙ্কোচন বা ব্যবসা পুনর্গঠনের
কারণে কিংবা ব্যবসায় ক্ষয়ক্ষতি বা বন্ধ হওয়ার কারণে যেসব কর্মচারী চাকরি
হারাবেন শুধুমাত্র তাদেরই বীমা সুবিধা দেবে এই এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স
সিস্টেম।
যেসব কর্মচারীর মাসিক উপার্জন ৪ হাজার
মালয়েশিয়ান রিংগিত বা তার বেশি তাদেরকে মাসে সর্বোচ্চ ৫৯.৩০ মালয়েশিয়ান
রিংগিত বা ১৪.০৮ মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া যাদের
মাসিক উপার্জন ৩০ মালয়েশিয়ান রিংগিত তাদের আর্থিক সুবিধার পরিমাণ শুরু হবে
১০ সেন্ট থেকে।
চাকরি হারানোর পর থেকে ৬ মাস পর্যন্ত
সাময়িক এই আর্থিক সুবিধা প্রদান করা হবে কর্মচারীদের। বীমা পরিকল্পটি
পরিচালনা করবে সোস্যাল সিকিউরিট অর্গানাইজেশন (এসওসিএসও) । একজন বা তার
বেশি কর্মচারী নিয়ে গঠিত সকল প্রতিষ্ঠান এবং কোম্পানির জন্য আইনটি মানা
বাধ্যতামূলক করা হয়েছে।
এদিকে শ্রমিকদের জন্য নতুন সুরক্ষা হিসেবে
আইনটিকে সাদর সম্ভাষণ জানিয়েছে মালয়েশিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস।
সংগঠনটি দেশের বেসরকারি খাতের ৫ লাখ কর্মকর্তা-কর্মচারীর প্রতিনিধিত্ব করে
বলে প্রতিবেদনে জানিয়েছে এশিয়া ইন্স্যুরেন্স রিভিউ।
এরআগে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক
জানিয়েছিলেন, চাকরি হারানো বা আয় কমে যাওয়ার কারণে সৃষ্ট অসচ্ছলতা এবং
দরিদ্রতা কমানো এই বীমা পরিকল্পের উদ্দেশ্য। তার মতে, চাকরি হারানোর পর
নতুন কর্মক্ষেত্র অনুসন্ধানের সময় প্রয়োজনীয় ব্যয় নির্বাহে সহযোগিতা
প্রদানের মাধ্যমে শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনি প্রদান করবে এই
বীমা।
No comments:
Post a Comment