ইন্টারন্যাশনাল ডেস্ক: ভিয়েতনামের ৮২ শতাংশ নাগরিক
স্বাস্থ্য বীমার আওতায় এসেছে। আগামী ২০৩০ সাল নাগাদ এই সংখ্যা শতভাগে
উন্নীত করার চেষ্টা চলছে। বয়স্ক নাগরিকের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাওয়ায়
দেশটির সরকার স্বাস্থ্য বীমার আওতা ও সেবার মান বাড়াতে কাজ করছে।
স্বাস্থ্যমন্ত্রী গুয়েন থি কিম তিয়েন
জানিয়েছেন, ২০১৬ সালের হিসাব অনুসারে বর্তমানে দেশের ৮১.৭ শতাংশ জনসংখ্যা
স্বাস্থ্য বীমা পরিকল্পের আওতায় এসেছে। এরআগে ২০১৩ সালে দেশের ৬৮ শতাংশ
জনসংখ্যা স্বাস্থ্য বীমার আওতায় আসে।
জাতিসংঘের জনসংখ্যা তহবিল জানিয়েছে, আগামী
২০৪৯ সাল নাগাদ ভিয়েতনামে জনসংখ্যা দাঁড়াবে ১০ কোটি ৫০ লাখে।একই সময়ে
দেশটিতে ৬৫ বছর বা তার বেশি বয়সের নাগরিকের সংখ্যা দাঁড়াবে ১৮.৮ শতাংশের
বেশি।
বীমার চাহিদা পূরণে ভিয়েতনাম সরকার দেশটির
বেসরকারি বীমাখাতকে কাজে লাগানোর চেষ্টা করছে। এরই অংশ হিসেবে গত বছরের
জানুয়ারিতে স্বাস্থ্যসেবা খাতের ১৭টির মধ্যে একটি বিদেশি বিনিয়োগের জন্য
উন্মুক্ত করেছে। ভিয়েতনামের স্বাস্থ্য বীমার লক্ষ্য হচ্ছে প্রত্যাশিত
জনসংখ্যার উদ্দেশ্যে পরিচালনা করা। (সূত্র: আইএএন)
No comments:
Post a Comment