কর্তপক্ষ একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং
উহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং ইহার স্থাবর ও
অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর
করিবার ক্ষমতা থাকিবে এবং ইহার পক্ষে ইহা নিজের নামে মামলা দায়ের করিতে
পারিবে এবং ইহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে।
সম্পূর্ণ আইনটি পড়তে এখানে ক্লিক করুন।
প্রকাশের তারিখ- ২৪ জুন, ২০১৫
No comments:
Post a Comment